1. psbd@gmail.com : Crazy VFX Media : Crazy VFX Media
  2. rafi@bdyoutubecommunity.com : Rafi Bhuiyan : Rafi Bhuiyan
ইউটিউব থাম্বেল পলিসি কি ও কিভাবে কাজ করে?
ইউটিউব থাম্বেল পলিসি
ইউটিউব থাম্বেল পলিসি কি ও কিভাবে কাজ করে?

আসসালামুআলাইকুম বন্ধুরা ইউটিউব এর নতুন আপডেট এ থাম্বেল উপর বেশ কিছু কড়াকড়ি আরোপ করেছে । এখন থেকে শুধুমাত্র ভিডিওর সাথে থাম্বেল আপলোড করে দিলে হবে না। থাম্বেল আপলোড করার পর এখন থেকে আপনার নাম্বারটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা এবং আপনার থাম্বেল টি কোন কারণে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছে কিনা সে দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব ইউটিউব থাম্বেল পলিসি কি ও কিভাবে কাজ করে? মনে রাখবেন থাম্বেল ডিজাইন ও আপলোডের কারনে যদি তিন মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল তিনটি স্ট্রাইক আসে তবে আপনার ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবে ইউটিউব।

সেজন্য ২০২৩ সালে youtube নতুন করে youtube থাম্বের পলিসিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করেছে সেটি ভালো করে জানা দরকার। একটা সময় ছিল যখন সিটি আর এর উপর ভিত্তি করে youtube-video কে রেংক দিত। এর উপর ভিত্তি করে ইউটিউব আগে ভিডিওতে ইম্প্রেশন বাড়িয়ে দিত। অর্থ্যাৎ ভিডিওতে বেশি ক্লিক করতে অর্থ্যাৎ থাম্বেল এর উপর ভিত্তি করেই ইউটিউব ভিডিও কে ভালো মনে করত এবং ঐসব ভিডিওতে ইম্প্রেশন বাড়িয়ে দিত। ওই সময় ইউটিউব থাম্বেল নিয়ে তেমন কোনো রুলস দেয়নি অর্থাৎ আপলোড করার পর তা ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছে কিনা এটি দেখা হতো না।

ইউটিউব থাম্বেল পলিসি কি ও কিভাবে কাজ করে?

কিন্তু বর্তমানে ইউটিউব শুধুমাত্র থাম্বেল এর উপর ভিত্তি করে আপনার ভিডিওটিকে ভাইরাল করে না পাশাপাশি ভিডিও অডিয়েন্স রিটেনশন এবং আরো বেশ কিছু মানদণ্ড উপর ভিত্তি করে ইউটিউব আপনার ভিডিওটিকে ভাইরাল করে। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউটিউব থাম্বেল পলিসি কি ও কিভাবে কাজ করে? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই কষ্ট করে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

তার আগে আপনারা যদি আমাদের ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই বিডি ইউটিউব কমিউনিটি ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করে দিন এবং আপনি যদি ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে স্বাস্থ্য প্রতিদিন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউব সংক্রান্ত সকল ধরনের সমস্যার সমাধান পেতে চাইলে এখনই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন। এখানে আপনি সকল ধরনের ইউটিউব সংক্রান্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন।

ইউটিউব থাম্বেল পলিসি কিভাবে কাজ করে

বন্ধুরা আগে জেনে নেওয়া যাক ইউটিউব তাদের ইউটিউব থাম্বেল পলিসি মধ্যে কি কি অন্তর্ভূক্ত করেছে? আমরা যদি ২০১৫ সালের কথা বলে তখন ইউটিউবে খুব সহজে মনিটাইজেশন হয়ে যেত। দেখা যেতো ভিডিও হচ্ছে এক টপিক নিয়ে এবং থাম্বেল ডিজাইন করা হয়েছে অন্য একটি টপিক নিয়ে। কেননা ঐ সময় ইউটিউব অডিয়েন্স রিটেন্সশোন এর উপর প্রাধান্য দিতে। শুধু তাই নয় তার উপর ভিত্তি করে ভিডিওতে ইম্প্রেশন দেওয়া হতো। কিন্তু বর্তমানে ইউটিউব এর নতুন আপডেট অনুযায়ী একজন অডিয়েন্স ঠিক কতক্ষণ আপনার ভিডিওটি দেখছে। সে অডিয়েন্স দের ব্যবহারের উপর ভিত্তি করে আপনার ভিডিও কে রাঙ্ক দেওয়া হয়।

মত অডিয়েন্স পারফরম্যান্স এর উপর ভিত্তি করে ইউটিউবে আপনার ভিডিওটিকে ট্রেন্ডিং সেকশনের নিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ম্যাট্রিক্সের ওপর ইউটিউব এর কাছে যে ভিডিওটি ভাল মনে হয় সেই ভিডিওটিকে ইউটিউব ট্রেন্ডিং সেকশনে উপরে রাখে এবং ওই ভিডিওটি ভাইরাল হয়। যাইহোক একটা সময় যখন ক্লিক এর উপর ইউটিউব প্রাধান্য দিচ্ছিল তখন কিছু মানুষ ফেক থাম্বেল ইউজ করত। অর্থাৎ তারা যেই টপিক নিয়ে ভিডিও তৈরি করত সেই টপিকের বাইরে তারা একটি থাম্বেল ডিজাইন করে সেই থাম্বেল ওই ভিডিওতে আপলোড করতে এবং মুহূর্তের ভিতর তারা সাবস্ক্রাইবার ও ভিউ পেয়ে যেত।

একটা সময় ইউটিউব বিষয়টি বুঝতে পারে এবং তারা থাম্বেল পলিসির মধ্যে নানারকম পরিবর্তন নিয়ে আসে। এমনকি ইউটিউব তাদের অ্যালগোরিদমের ভিতর নানা রকম পরিবর্তন নিয়ে আসে। ইউটিউব ইউটিউব থাম্বেল পলিসি এরমধ্যে প্রথমে যেটি রেখেছে সেটি হল পর্নোগ্রাফি ইমেজজারি। এটি একটি গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার থাম্বেল এর ভিতরে কোন খারাপ ছবি ব্যবহার করে থাকেন। সে ক্ষেত্রে ইউটিউবের রুলস অনুযায়ী আপনি ইউটিউবের থাম্বেল পলিসি লংঘন করেছেন এবং পরবর্তীতে আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নাও পেতে পারেন।

অথবা আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন পেয়ে থাকে তবে আপনার চ্যানেলের ভিডিও গুলোতে অ্যাড লিমিটেড হতে পারে অথবা এডসেন্স বাতিল করা হতে পারে। শুধু তাই নয় যদি ৯০ দিনের ভিতরে তিনবার এ ধরনের গাইডলাইন পলিসি ভঙ্গ করা হয় তবে youtube আপনার চ্যানেলটিকে ডিলিট করে দিতে পারে। সেক্সুয়াল কোনো কর্মকাণ্ড আপনি যদি আপনার আপনার ইউটিউব ভিডিওর থাম্বেল এর উপর ফুটিয়ে তোলেন তবে সেটি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবে।

আপনি যদি আপনার থাম্বেল এর মধ্যে অতিরিক্ত রক্তের চিহ্ন ব্যবহার করেন অথবা নগ্ন দৃশ বেশি ব্যবহার করেন তাহলে ইউটিউব ইউটিউব থাম্বেল পলিসি ভঙ্গ করা হবে। ধরুন আপনি কোন মারামারি ভিডিও তৈরি করেছেন এবং থামবে ভিতর মারামারি রক্তের দৃশ্য বেশি ফুটিয়ে তুলেছেন সেক্ষেত্রে ইউটিউব এর অ্যালগরিদম খুব সহজেই সেটিকে ট্রেস করতে পারবে এবং আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। সুতরাং এই ভুলটি ভুলেও করবেন না।

খারাপ কোনো ভাষা বা গালিগালাজ আপনার থাম্বেল এ ব্যবহার করতে পারবেন না। এমন কোন বাক্য ব্যবহার করা যাবে না যেটি ইউটিউবে দর্শক দের আত্মসম্মানে আঘাত করে। তাই আপনি আপনার ভিডিওর জন্য যেসব থাম্বেল ডিজাইন করবেন সেগুলোতে কখনোই গালিগালাজ ব্যবহার করবেন না। যদি এরকম থাম্বেল ডিজাইন করা হয় তবে ইউটিউব প্রথমবার আপনাকে ওয়ার্নিং দেবে এবং দ্বিতীয়বার একই ভুল করলে YOUTUBE কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। শুধু তাই নয় আপনি যদি 90 দিনের মধ্যে তিনবার স্ট্রাইক পান তবে ইউটিউব আপনার চ্যানেলটিকে তার ডিলেট করে দিতে পারে।

এরপরে যে রুল রয়েছে সেটি হল আপনি যে ধরনের ভিডিও তৈরী করেছেন সে ধরনের থাম্বেল ভিডিওর জন্য তৈরি না করে অন্য টপিকে থাম্বেল ডিজাইন করেছেন। অর্থাৎ আপনি অডিয়েন্সের বিভ্রান্ত করছেন এ ধরনের থাম্বেল ইউটিউব এর ইউটিউব থাম্বেল পলিসি গাইডলাইন ভঙ্গ করে। এই ধরনের কাজ করলেই ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। তাই সব সময় আপনি যে টপিকের উপর ভিডিও তৈরি করবেন ঠিক সেই টপিকের উপর থাম্বেল ডিজাইন করবেন।

আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোন মতামত থাকলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা দ্রুততার উত্তর দেওয়ার চেষ্টা করব। পোষ্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন
About The Author
Rafi Bhuiyan
আসসালামুয়ালাইকুম আমার নাম Rafi Bhuiyan। BD YouTube Community ওয়েবসাইট আমি পরিচালনা করি আমার সাথে আরো কয়েকজন বন্ধু আছে। পাশাপাশি আমরা বর্তমান সময় বাংলাদেশের বড় বড় ইউটিউব চ্যানেল পরিচালনার দায়িত্ব পালন করছি দীর্ঘ কয়েক বছর ধরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।